দাসপুরে বাম প্রার্থীর প্রতীক জোড়া ফুল, তৃণমূলের কাস্তে হাতুড়ি তারা?

সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’,ঘাটাল: ব্যালট পেপারে বাম প্রার্থীর নামের পাশে জোড়া ফুল অন্যদিকে তৃণমূলের প্রার্থীর নামের পাশে কাস্তে হাতুড়ি তারা।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] অথচ বিজেপি প্রার্থীর পাশে জ্বলজ্বল করছে পদ্ম। অভিযোগ এমন নমুনা ব্যালটেই দাসপুর ১ পঞ্চায়েত সমিতির নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের রবিদাসপুর পশ্চিম বুথে প্রচার চালাচ্ছে বিজেপি। উল্লেখ্য এবার পঞ্চায়েত নির্বাচনে নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের রবিদাসপুর পশ্চিম বুথে সিপি আই এম প্রার্থী মঞ্জুষা বাড়ি মালাকার,বিজেপির প্রার্থী মামনি দিন্ডা এবং তৃণমূলের প্রার্থী শুভ্রা সী। আজ বুধবার বাম প্রার্থী জানান, মঙ্গলবার এলাকায় প্রচারে গিয়ে তাঁদের নমুনা ব্যালট দেখাতেই গ্রামবাসীরা জানান তাদের আগেই এলাকায় বিজেপির তরফে একেবারে উল্টো প্রচার করা হয়েছে। এবং তাদেরকে দেওয়া নমুনা ব্যালটে দেখা যায় বাম প্রার্থীর পাশে তৃণমূলের জোড়া ফুল অন্যদিকে তৃণমূলের প্রার্থীর পাশে বামেদের কাস্তে হাতুড়ি তারা। বাম নেতা এবং নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটির আহ্বায়ক প্রশান্ত দিন্ডা আজ বুধবার বলেন বিষয়টি বিজেপি এবং তৃণমূলের চক্রান্ত। এলাকার ভোটারদের বিভ্রান্ত করে বাম প্রার্থীর প্রতীক পরিবর্তন করে এরা নির্বাচনে জয় লাভের গভীর কৌশল ফেঁদেছে। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি। অন্যদিকে ওই গ্রামের ভোটারদের বিজেপির দেওয়া নমুনা ব্যালটে দলের প্রতীক ঘাস ফুলের পরবর্তীতে বামেদের কাস্তে হাতুড়ি তারা তৃণমূল মনোনিত প্রার্থীর নামের পাশে। বিষয়টি জেনে আজ বুধবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে দাসপুর ১ ব্লক তৃণমূল। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক কৌশিক কুলভী বলেন বিজেপি আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই নমুনা ব্যালটে ভুল প্রচার করে ভোট লুঠের চেষ্টায় আছে। তবে বিষয়টি নিয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার কিষান মোর্চার সম্পাদক সুজিত পাল বলেন দলের কেউ এমন কাজ নাও করতে পারে। ইচ্ছে করেই বিজেপির দুর্নাম করতে কেউ বা কারা এমন প্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন,নমুনা ব্যালটে প্রিন্টিং মিসটেকও হতে পারে। প্রকৃত কী ঘটেছে তা খোঁজ নিয়ে দেখছি। তবে তৃণমূল নেতা কৌশিক কুলভী বলেন প্রিন্ট ভুল হলে ক্ষমা চাক বিজেপি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!