স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দাসপুরের দুঃস্থ পরিবারের কচিকাঁচাদের পুজোর পোশাক বিতরণ

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:বেশ কিছু দুঃস্থ পরিবারের কচিকাঁচাদের পুজোর পোশাক দিল ‘দাসপুর ইউফোরিক ওয়েলফেয়ার সোসাইটি’। আজ ৩ অক্টোবর দাসপুর-১ ব্লকের বাসুদেবপুর মালিকপাড়া মনসা মন্দির প্রাঙ্গণে পোশাক বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের সহকারী সুপার অভিষেক দে,  বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান কাজলকুমার সামন্ত প্রমুখ।

গতকাল ওই সোসাইটির সদস্যারাই জেলার ভাদুলিয়া, মুচিবেড়িয়া ও বালিচূড়া গ্রামে দুঃস্থ ও অসহায় শিশুদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেয়। সোসাইটির সম্পাদক ড. সুমন্তকুমার খাঁড়া বলেন,  শুধু আমরাই দুর্গাপুজোয় নতুন জামা পরব, আর সমাজের অসহায় শিশুগুলি নতুন জামা পরবে না, সেটা বড়ই অস্বস্তির বিষয়।   তাই আমরা সোসাইটির সমস্ত সদস্য মিলে দুর্গা পুজোয় শিশুদের নতুন জামা বিতরণের সিদ্ধান্ত নিই। ইতিমধ্যেই দুটি জায়গায় কাজ সম্পন্ন হয়েছে। এরপর কোলকাতা, এই জেলার বালিচক ও বাড়জালালপুর, সুলতাননগরেও দুঃস্থ শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের এই কাজে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রসঙ্গত, ওই সোসাইটি সারা বছর ধরেই বন্যাত্রাণ, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015