ঘাটালের প্রত্যন্ত এলাকায় বাড়িতে বাড়িতে বিনামূল্যে পানীয় জল পরিষেবা, কাজ চলছে দ্রূতগতিতে

মনসারাম কর: ঘাটালের সুলতানপুর প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পোঁছে দিতে চলেছে পিএইচই দপ্তর। দপ্তরের ঘাটাল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মলয় কয়াল বলেন, সরকারের “জল স্বপ্ন” নামক প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারেই সম্পূর্ণ বিনামূল্যে পানীয় জলের লাইন সংযোগ করে দেওয়া হবে। সেই কাজ এখন দ্রুত গতিতেই চলছে। তিনি বলেন, মূল পাইপ লাইন বসানোর কাজ প্রায় শেষ। এরপর ঠিকাদার সংস্থার কর্মীরা একটি ফর্ম নিয়ে প্রত্যেক পরিবারেই যাবেন। যে সকল পরিবার জল লাইনের কানেকশন নিতে চাইবেন তাদের সকলকে ওই ফর্ম ফিলাপ করতে হবে, সাথে লাগবে আঁধার কার্ডের জেরক্স। কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে ওই ফর্ম জমা নেবেন এবং এর জন্য কোনওরকম খরচ লাগবে না। সারাবছর জল পরিষেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যেই। ঘাটাল ব্লকের  সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সওয়াই বালিডাঙ্গা দেওয়ানচক লক্ষনপুর, কোমরা শ্রীমন্তপুর সহ বিভিন্ন গ্রামে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে বলে জানা গেছে। প্রতিদিন দিনে দুবার চার ঘণ্টা করে জল দেওয়া হবে পরিবারগুলিকে। দপ্তর থেকে নিয়োগ করা অপারেটর প্রতিদিন সঠিক সময়ে পাম্প চালাবেন ও বন্ধ করবেন। কোনও বিশেষ পরিস্থিতি বা বিশেষ প্রয়োজনে দিনে দুবারের বেশিও পাম্প চালানো যেতে পারে। প্রকল্পের বরাদ্দ ব্যয় প্রায় তিন কোটি টাকা।   প্রসঙ্গত, এই এলাকাটি ঘাটাল মহকুমা তথা ব্লক এরিয়ার একেবারে শেষ প্রান্ত। ঘাটালের অন্যান্য বেশ কয়েকটি এলাকায় এই পানীয় জল সরবরাহের ব্যবস্থা থাকলেও সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাজুড়ে এতদিন পর্যন্ত সরকারী উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবার ব্যবস্থা ছিল না, স্বভাবতই সরকারের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ। মলয়বাবু বলেন, আগামী দিন ঘাটালের অন্যান্য এলাকাগুলিতেও এই প্রকল্প গ্রহন করা হবে।  এই নিয়ে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ বারীক বলেন, বেশ কয়েক বছর আগে থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, মাঝে করোনার জন্য কাজ থমকে ছিল, সংশ্লিষ্ট এলাকার প্রত্যেক পরিবার এই জল পরিষেবায় উপকৃত হবেন। 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।