তৃণমূলের মিছিলে না যাওয়ায় ১০০ দিনের কাজ থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ঘাটালে

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: তৃণমূলের মিছিলে না যাওয়ায় ১০০ দিনের কাজ থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ঘাটালে, অভিযোগ অস্বিকার শাসকদলের। গতকাল চার কেন্দ্রে তৃণমূলের রেকর্ড জয়ের পরেই বিকেলে ঘাটালের মনসুকা এলাকায় একটি মিছিলের ডাক দেয় তৃণমূল নেতৃত্ব। মূলত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাক দেওয়া হয় মিছিলের। সেই মিছিলে যোগ না দেওয়ায় আজ ১০০ দিনের কাজ থেকে প্রায় ৪০জনকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের নেতার বিরুদ্ধে। ঘটনা ঘাটাল ব্লকের মনশুকা-১ গ্রাম পঞ্চায়েতের কিশোরচক এলাকা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার শাসকদলকে নিশানা করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তাঁর দাবি শুধু মনসুকা নয় ঘাটালের বিভিন্ন প্রান্তে বিজেপি করার অপরাধে সরকারী সুবিধা থেকে ঠিক এভাবেই বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। পাল্টা বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তিনি বলেন, বিজেপির ভরাডুবির পর সাধারণ মানুষের নজর ঘোরাতেই বিজেপি এমন অভিযোগ আনছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।