পরীক্ষার ফলাফল নিয়ে ক্ষোভ, মার্কশিট পেতে মহকুমা শাসকের দ্বারস্থ নাড়াজোল কলেজের ছাত্রছাত্রীরা

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৩ আগস্ট শুক্রবার সেকেন্ড সেমেস্টারের এস.আর ক্লিয়ার করার দাবি এবং মার্কশিট পাওয়ার দাবি নিয়ে মহাকুমা শাসকের দ্বারস্থ হলেন নাড়াজোল রাজ কলেজের চতুর্থ সেমেস্টারের ছাত্র-ছাত্রীরা। তাঁরা বলেন, ২০২০ সালে করোনা পরিস্থিতিতে কলেজের র্নির্দেশ মত বাড়ি থেকে সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা দিতে হয়েছিল, নির্দেশ অনুযায়ী পরীক্ষার উত্তরপত্র কলেজের ই-মেলে পাঠিতে দিতে হয়েছিল। কিন্তু পরীক্ষার ফলাফল বেরোনোর সময় দেখা যায় পরিক্ষার্থীদের মধ্যে ১৪৭ জন সংস্কৃতি এবং পরিবেশ বিদ্যা বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি। ছাত্র-ছাত্রীরা বলেন, এই নিয়ে প্রিন্সিপাল অনুপম পরুয়ার কাছে গিয়ে অভিযোগ জানালে তিনি ভুল ত্রুটির কারণে এমন হয়েছে বলে জানান এবং আশ্বাস দেন দু’মাসের মধ্যে তাদের এস.আর ক্লিয়ার করে নতুন মার্কশিট দেওয়া হবে। কিন্তু দুমাস পর প্রিন্সিপাল সাহেব সবকিছু অস্বীকার করেন এবং ছাত্র ছাত্রীর সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ, কলেজের ভুল ত্রুটির কারণেই তাঁদের দুটি বিষয়ে পাশমার্কস আসেনি এই অভিযোগ তুলে আজ ১৪৭ জন কলেজ পড়ুয়া ঘাটাল মহাকুমা শাসকের দ্বারস্থ হন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।