নতুন পোশাকে দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে ধারাবাহিক কর্মসূচি চালাচ্ছে দাসপুরের ক্যুইজ-ও-ম্যানিয়া সংস্থা

ইন্দ্রজিৎ মিশ্র: বিগত কয়েক বছরের মতই এবছরও পুজোর আগে নতুন পোশাকে দুঃস্থ শিশুদের  মুখে একটু হাসি ফোটাতে ধারাবাহিক কর্মসূচি চালাচ্ছে দাসপুরের ক্যুইজ-ও-ম্যানিয়া সংস্থা। টিম ক্যুইজ-ও-ম্যানিয়ার উদ্যোগে ১৭ অক্টোবর ‘আগমনী-২০২০’ এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হ’ল। এদিন দাসপুরের হাট সড়বেরিয়া, বকুলতলা ও ঘাটাল এই তিনটি জায়গায় প্রায় চারশোর অধিক শিশুদের হাতে নতুন পোশাক, ব্যাগ, খাতা, কলম, পেনসিল, মাস্ক, টিফিন তুলে দেওয়া হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত এই কর্মসূচি চলে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ‘আগমনী-২০২০’ কর্মসূচির প্রথমপর্ব কয়েকদিন আগে জঙ্গলমহল তথা ঝাড়গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। ঘাটাল মহকুমাতে এই কর্মসূচির দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি  সুদীপ ঘোষাল, শ্যামসুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অরুণাংশু প্রধান, প্রাক্তন সেনাকর্মী পবন বেরা প্রমুখ।পুজোর আগে নতুন পোশাক পেয়ে ওই সমস্ত শিশু ও তাদের অভিভাবকেরা খুব খুশি বলে জানান টিম ক্যুইজ-ও-ম্যানিয়ার পক্ষে মধুসূদন ভুঁইঞা। তিনি বলেন,  তাদের এই টিম সবসময় অসহায়দের পাশে  থাকতে বদ্ধ পরিকর। আগামীদিনেও এই ভাবেই দুঃস্থ শিশুদের মুখে একটু হাসি ফোটাতে, তাদের একটু খুশি দিতে প্রয়াস চালিয়ে যাবেন বলে জানায় এই সংস্থাটি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!