দাসপুরে বিজেপি কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার

রবীন্দ্র কর্মকার:স্থানীয় প্রশাসনের হেলদোল নেই। তাই দাসপুর-২ গোপালপুর গ্রামে বিজেপির কর্মীরা কোমর বেঁধে নেমে পড়লেন রাস্তা সংস্কারের কাজে। আজ ৩০ জুলাই খানজাপুর গ্রাম পঞ্চায়েতের ওই গ্রামে এমনই ছবি দেখা গেল।  স্থানীয়  পঞ্চায়েত প্রশাসনের আশায় না থেকে বিজেপির কিছু যুবক ও কর্মীরা  নিজেরাই ঝুড়ি কোদাল নিয়ে শুরু করেছেন রাস্তা পরিষ্কারের কাজ। রাস্তার জমা জল কাদা এবং দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করেন তারা। এই এলাকার বিজেপি কর্মী অশোক বাইরি ও তাপস সামন্ত বলেন, এই রাস্তাটি দিয়ে গোপালপুর হাইস্কুল, প্রাইমারি স্কুল, শিশু শিক্ষা কেন্দ্রের বহু ছাত্রছাত্রী সহ বহু মানুষ প্রতিদিন যাতায়াত করে। তাদের অসুবিধের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। সব থেকে বড় কথা হলো এই রাস্তা দিয়েই আমাদের গ্রাম পঞ্চায়েতের কিছু কর্মী অফিস যান। তবুও কেন তাদের এই রাস্তাটির হাল চোখে পড়ে না বুঝতে পারি না। এব্যাপারে খানজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কর্মকার বলেন, ওরা স্বেচ্ছায় এই কাজটা করছে এটা খুবই ভাল উদ্যোগ।  তবে এখন সরকারি কিছু বিধিনিষেধ থাকায় পঞ্চায়েতের ১০০ দিন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। নির্দেশ এলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!