‘সব কন্যারা কন্যাশ্রী হোক!’ —সুমন বিশ্বাস, মহকুমা শাসক, ঘাটাল

সুমন বিশ্বাস[মহকুমা শাসক, ঘাটাল মহকুমা, পশ্চিম মেদিনীপুর]: আজ ১১ই অক্টোবর, ২০২১ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস, International Day of the Girl Child. এই দিনটি প্রথম পালিত হয় ২০১২ সালে। সারা পৃথিবী জুড়ে এই বছর দিনটি পালিত হবে। দিনটি প্রথম পালিত হয়েছিল ২০১২ সালের ১১ ই অক্টোবর।
এবারের থিম: ‘Digital generation. Our generation’.জানেন কি তৃতীয় বিশ্বে দেশগুলিতে ডিজিট্যাল শিক্ষায় ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দিন দিন বাড়ছে। পরিসংখ্যান এর কথা ছেড়ে দিন, wikipedia তে এসব নিয়ে বিস্তর তথ্য পাবেন।
এবার আসি কাজের কথায়, দেবী পক্ষ চলছে। নারী শক্তির উত্থানকে রূপক অর্থে দেবীর আরাধনার মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে। আপনার বাড়ির কন্যা সন্তানকে কি পুত্র সন্তানের মতই আদর যত্ন করেন তো?
অনেকেই হয়ত করেন আবার অনেকেই নিজের অজান্তেই হয়ত বৈষম্যমূলক আচরণ করে ফেলেন।
যাই হোক ১১ ই আগষ্ট ২০২১ মায়ের বোধন। মৃন্ময়ী মায়ের চিন্ময়ী হয়ে ওঠার দিন। এই দিনে আপনার কন্যা সন্তানকেও দশভুজা করে তোলার পরিকল্পনা গ্রহণ করুন। যেন কোনও বৈষম্য না হয় পুত্র ও কন্যার মধ্যে।
সোনার গোপাল মানে আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্মের সময় যমুনা নামের এক কন্যা সন্তানকে খুন হতে হয়েছিল। আজও কন্যা ভ্রূণ হত্যা হয়, ভাবুন আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। কুমারী পুজোর কথা সবাই জানেন। আমি সেসব করার অনুরোধ করছি না। নিজের মন থেকে এই দিনটি পালন করুন। সব কন্যারা কন্যাশ্রী হোক। আসুন সবাই দিনটি পালন করি🙏

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।