মহকুমা শাসকের তৎপরতায় উদ্ধার করা হল মা ও দু’ বছরের শিশুকে

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে দু’বছরের শিশুসহ মা’কে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। বন্যার কারণে মনশুকায় আটকে থাকা দু’বছরের শিশু সহ মা’কে তৎপরতার সঙ্গে উদ্ধার করে। আজ ২ অক্টোবর সকাল ১০ টা নাগাদ সঞ্চিতা দাস ও তাঁর দু’বছরের শিশুকে সুরক্ষিত ভাবে পৌঁছে দিল বাপের বাড়ি খড়ারে।
সঞ্চিতাদেবীর কাকা সন্তুসোনা চক্রবর্তী বলেন, ঘাটালের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হওয়ায় আমার ভাইঝি ও তার দু’বছরের সন্তান আমাদের বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হয়। গত ৩০ সেপ্টেম্বর ঘাটাল শহরের ৮ নম্বর ওয়ার্ড সিংহপুর থেকে খড়ারে আসার সময় মনশুকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের। মনশুকার এক সহৃদয় ব্যক্তি দিলীপ খাঁ, পেশায় স্কুল শিক্ষক আমার ভাইঝিকে তাঁর বাড়িতে আশ্রয় দেন। কিন্তু গতকাল ১ অক্টোবর দিলীপবাবুর বাড়িতে জল প্রবেশ করতে শুরু করে। ঘটনা শুনে আমরা ঘাটালের এসডিও সুমন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার আধঘন্টার মধ্যে তিনি ব্যবস্থা গ্ৰহণ করেন। এনডিআরএফ টিম পাঠান তাঁদের সেখান থেকে উদ্ধার করার জন্য। এমনকি ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিককেও বিষয়টি জানান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে পৌঁছোলেও লোকেশন ঠিক না করতে পারায় গতকাল সঞ্চিতা ও তার বাচ্চা সেখানেই আটকে থাকে। এরপর আজ সকালে ফের ওই জায়গায় গিয়ে তাদের উদ্ধার করে অক্ষত অবস্থায় আমাদের বাড়িতে পৌঁছে দেন এনডিআরএফ টিম।

সন্তুসোনাবাবু মহকুমা শাসক ও ঘাটাল থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশাসনের এই তৎপরতা সত্যিই আমাদের খুবই ভালো লেগেছে। এই দু’জন মানুষ যেন ঘাটাল মহকুমাতেই থেকে যান। অন্য কোথাও যেন তাঁদের বদলি না করা হয়। কারণ মানুষের জন্য তাঁরা যেভাবে কাজ করছেন তাতে সাধারণ মানুষ খুবই উপকৃত হয়েছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015