দাসপুরে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু! নয়া মোড়

সৌমেন মিশ্র, শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না: কোন দিকে মোড় নিচ্ছে দাসপুরের মা সহ দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু? আত্মহত্যা নাকি খুন? নাকি মৃতরা জানতেই পারেনি তাদের স্লো পয়জন করা হয়েছিল? না সত্যিই খাদ্যে সাধারণ বিষক্রিয়া? আজ রবিবারের সকালেও কিন্তু দাসপুরের জোতগোবর্ধনের বেরা পরিবারের রান্না ঘর থেকে উঁকি দিচ্ছে সেই লাউ শাক। মৃত মা মেয়ে ও ছেলের মধ্যে একজনের বমিতে ডাক্তার লাল রঙের কি দেখেছেন? যাঁর স্ত্রী এবং দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু সেই সুশান্ত বেরা ১১ ডিসেম্বর শনিবার গভীর রাতেই স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর খবর পেয়ে মুম্বাই থেকে দাসপুর থানার গোছাতি গ্রাম পঞ্চায়েতের জোতগোবর্ধন গ্রামে নিজের বাড়িতে পৌঁছালে তাঁকে দাসপুর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দাসপুর থানায় আনে। অন্যদিকে গত রাতেই সুশান্তের বাড়ি ও রান্না ঘর সিজ করে দাসপুর পুলিশ পাশাপাশি সুশান্তবাবুর স্ত্রী ও দুই সন্তানের প্রথম চিকিৎসা করেন যে হাতুড়ে চিকিৎসক সেই অজিত পাত্রকেও জিজ্ঞাসাবাদ করছে দাসপুর পুলিশ। সুশান্তের শ্বশুরবাড়ি দাসপুরের নিশ্চিন্তপুরের বাড়িতে মৃত মৌমিতার বাবা মা আর ছোটো বোন রিয়া। রিয়া জানায়,জামাইবাবু ও দিদির মধ্যে সম্পর্ক খুবই ভালো। অন্যদিকে সুশান্তের শ্বশুর নারায়ণ গুছাইত জানান, প্রায় ১২ বছর বিয়ে হয়েছে মেয়ের। জামাই ও মেয়ের মধ্যে কোনওদিন তেমন সমস্যার কথা শোনেননি।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর শনিবার সকাল থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে একে একে ৮ বছরের ছেলে ১১ বছরের মেয়ে সহ সুশান্তবাবুর স্ত্রী মৌমিতাদেবীর মৃত্যু হয়। সুশান্ত বেরা বুধবার ৮ ডিসেম্বরই সোনার কাজে নিজের কর্মস্থল মুম্বাইয়ে ফিরে গিয়েছিলেন। সমস্যার শুরু তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই। মৃত্যু নিয়ে ধোঁয়াশা চিকিৎসক থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দাসপুর পুলিশের কাছেও। দাসপুর পুলিশ জানিয়েছে সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে,মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ যেমন চলছে অন্যদিকে স্বাস্থ্য দপ্তর ও বিষয়টি খতিয়ে দেখছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।