- Inline advertisement -

আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই কোমর বেঁধে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি৷ এখনো অবধি ঘাটাল লোকসভা আসনে তৃনমূল ও বামেরা তাদের প্রার্থী ঘোষণা করলেও বি.জে.পি এখনো তাদের প্রার্থী ঘোষনা করেনি৷ ঘাটালে সি.পি.আই প্রার্থী তপন গঙ্গপাধ্যায়ের সমর্থনেও ইতিমধ্যে দেওয়াল লেখার কাজশুরু হয়েছে৷ তবে প্রথম পর্বের প্রচারের নিরিখে ঘাটাল লোকসভা আসনের দুই প্রার্থীর মধ্যে অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী দীপক অধিকারীর(দেব)৷ আজ ১৮ মার্চ দাসপুরে সোনাখালিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশনেন শতাধীক তৃণমূল কর্মী সমর্থক৷ মিছিলের নেতৃত্ব দেন তৃনমূলের বলিষ্ট দুই নেতা তপন দত্ত ও অরুণ মুখোপাধ্যায়৷ তপনবাবু বলেন, প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই কর্মীরা প্রবল উৎসাহিত ছিলেন৷ প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখার কাজও চলছে জোরকদমে৷
আগামী ২০ মার্চ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে সংগঠনিক সভা করবেন তৃণমূল প্রার্থী তথা চলচিত্র অভিনেতা দেব৷ অপর দিকে চলতি সপ্তাহে ঘাটালে দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচারে নামতে চলেছেন সি.পি.আই প্রার্থী তপন গঙ্গপাধ্যায় খবর দলীয় সূত্রে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here