৯০ শতাংশ নম্বর পেয়েও অর্থের অভাবে পড়াশোনা ছাড়তে হচ্ছে এই ছাত্রীকে

•উচ্চমাধ্যমিকে ৯০শতাংশের বেশি নম্বর পেয়ে পড়াশোনা ছাড়তে হচ্ছে টেনপুর হাইস্কুলের এই ছাত্রীকে। ওই ছাত্রীর নাম বিদ্যুৎ সামন্ত।  চন্দ্রকোণা-২ ব্লকের টেনপুরে বাড়ি।  বিদ্যুতের বাবা অনেক দিন আগেই মারা গিয়েছেন। বিদ্যুৎরা দুই বোন। দিদি  শারীরিকভাবে অসুস্থ।  নিজেদের জমি-জমা কিছুই নেই। তাই সংসার চালানো, দিদির চিকিৎসা এবং বিদ্যুতের পড়াশোনার খরচ সবই বিদ্যুৎের মা মালতীদেবীকে অন্যের বাড়িতে কাজ করে চালাতে হয়।  এই মুহূর্তে ওই পরিবারে পড়াশোনা মানে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। বিদ্যুতের ইচ্ছে ছিল নিজে প্রতিষ্ঠিত হয়ে সংসারে হাল ধরবে। সেই স্বপ্ন এখন কুঁড়িতেই নষ্ট হয়ে গিয়েছে। কোনও সহৃদয় ব্যক্তি যদি বিদ্যুতের পাশে দাঁড়ান তবেই সে হয়তো পড়াশোনটা চালিয়ে যেতে পাররে।  ইচ্ছে হলে বিদ্যুতের পাশে দাঁড়াতে পারেন। বিদ্যুতের পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর:৬২৯৫৫০০১৪৬

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!