দাসপুরে প্রাথমিকে চিকেন বিরিয়ানির গন্ধে শিশুদের সোরগোল

প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে শিশুদের পাতে বিরিয়ানি তাও আবার চিকেন। এমন জিভে জল আনা ব্যয়বহুল খাবারের আয়োজনে ঘাটাল মহকুমার দাসপুর ১ নম্বর ব্লকে বেশ সোরগোল। মিড ডে মিলে প্রিয় বিরিয়ানি পেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খুশির অন্ত নাই।

ঘটনা দাসপুর ১নম্বর ব্লকের নাড়াজোল ১ চক্রের সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের। আজ ৪ মার্চ মিড ডে মিলে পরিবেশিত হয়েছে চিকেন বিরিয়ানি। খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষিকা এবং সর্বপরি অভিভাবকরাও। তবে প্রাথমিকে চিকেন বিরিয়ানির গন্ধে নাক সিটকেছেন এলাকার অনেক শিক্ষক শিক্ষিকারাই।

সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম মাজীর স্পষ্ট কথা,ছাত্রছাত্রীদের আবদার ছিল বিরিয়ানির,এর আগে একদিন এগ বিরিয়ানি খাওয়ানো হয়েছে আজ চিকেন বিরিয়ানি। খরচের বেশিরভাগটাই এসেছে দিনের মিড ডে মিলের অর্থ থেকে। আমাদের বিদ্যালয়ের নিজস্ব সব্জীর বাগান,মাসে সব্জী ক্র‍য়ের অনেকটা টাকাই বাঁচে। তাছাড়া ইচ্ছে থাকলেই উপায় হয়। আমাদের কাছে ছাত্রছাত্রীদের আবদারটা আগে তবে অবশ্যই অন্যায় আবদার নয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!