‘কবিতার চার লাইন’ —ড. পুলক রায়

কবিতার চার লাইন
—ড. পুলক রায়
এক∆
অনেক হল বাদ্যিবাবু বাজনা থামান খাঁচায় ঢুকুন
বোঝেন ভাষা জনগণের কে কাকে চান এবার বলুন
আটটি থাবায় পেলেনটা কি কানদোলাদোল সবাই জানে
খেল বা সফর বন্ধ রাখুন মানুষ বাঁচার মন্ত্র এনে।
দুই∆
প্রথম টি পাইনিকো দ্বিতীয় টি জানি না
কারা যে বানায় সব দাও দেখি ঠিকানা
শুনেছি অনেক গাড়ী বাইরেতে যাচ্ছে
আমার দেশের লোক কেঁদে কেঁদে মরছে।
তিন ∆
শীর্ষে যারা ব্রাত্য রেখে এক এম থেকে এক এম হলে
সঙ্কটের এই বিহ্বলতার ভার কে নেবে নিজের কোলে
বলল এটা একটা বুড়ো, বেশ কিছুদিন ট্যাগ নিয়েছেন
চালকটা এর থাকেন কোথায়!.. আপন মনে গান ধরেছেন।
চার ∆
বাড়ী বাড়ী দিয়ে দিলে বাঁচতেন অনেকেই
মহান মহানুভব বললেন কালকেই
আশি বছরের বুড়ো রোদ্দুরে ঠায় পায়
দেখায় হামিরপুর লাশ কার ভেসে যায়…
পাঁচ ∆
প্রাণবায়ুকে সচল রাখে অভাবটি তার কাটছে প্রহর
সত্যি কি তাই চোখ ঘোরাতেই এখান ওখান করেন সফর!
যুদ্ধ শেষে ঝগড়া বিবাদ সত্যি আগে হয়নি নাকি?
তার মানে এই বলছি না ভাই, চলুক এসব, নীরব থাকি।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!