মাধ্যমিক পরিক্ষার্থীদের চুড়ান্ত সফলতার জন্য দাসপুরে মক্ টেস্ট – ২০২০

সৌমেন মিশ্র ও মনসারাম কর:  সফলতাই জীবনের শেষ শব্দ। প্রতিযোগীতামূলক পরীক্ষায় নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করতে পারলে তবেই আসবে সফলতা।

https://youtu.be/TgbxaxS3sHk

মাধ্যমিক পরিক্ষার্থীদের চুড়ান্ত সফলতার জন্য দাসপুর নবীন সংঘের পরিচালনায় সপ্তাহ ব্যাপি চলল মাধ্যমিক মক্ টেষ্ট – ২০২০ । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও  পশ্চিম বর্ধমান জেলার ৬২ টি বিদ্যালয়ের মোট ৩৫৪ জন মাধ্যমিক পরিক্ষার্থী এই মক্ টেষ্টে অংশগ্রহণ করে এবছর। শতাধিক শিক্ষক শিক্ষিকা যুক্ত ছিলেন এই মক্ টেষ্টের সাথে। নবীন সংঘের সভাপতি নিলেন্দু দাস ও সম্পাদক স্বদেশ দোলই বলেন, প্রাত্যহিক পড়াশুনা, নিয়মিত অভ্যাস, অনুশীলন, শিক্ষার্থীদের ক্রমাগত সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শিক্ষার্থীদের সাফল্যহীনতার একটি বড় কারণ হলো রিভিশনের অভাব এবং পুরানো পাট ভুলতে বসা, নবীন সংঘের উদ্যোগে ছাত্র-ছাত্রীরা নতুন করে তৈরি হয়ে নিজেদেরকে চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য প্রস্তুত করতে পারবে, এই মক টেস্টের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার যাবতীয় ভয় ভীতি দূর করতে পারবে, তাছাড়াও পরীক্ষার জন্য কে কতটা তৈরি তার অবস্থান নিজেরাই বুঝতে পারবে, চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সাযুজ্য রেখে মক টেস্টের প্রশ্ন সকল ছাত্র-ছাত্রী অনেকটাই সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। সংঘের এই উদ্দ্যোগে খুসি ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শুরু করে মক্ টেষ্টের সাথে যুক্ত থাকা শিক্ষক শিক্ষিকা সকলেই। ২৬ ডিসেম্বর ২০১৯ থেকে ০১ জানুয়ারী পর্যন্ত চলে এই মক্ টেস্ট। 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।