ঘাটাল: রাজনৈতিক দলগুলি নির্বাচনবিধি ভাঙলে সি-ভিজিলের মাধ্যমে অভিযোগ জানিয়ে দিন

শম্পা পাল:     আপনাকে পাড়ার নেতা হুমকি দিচ্ছে? পাড়ার যুবকদের মদ-মাংস খাইয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে? টাকা বিলোচ্ছে? ভুরিভোজ খাওয়ার ব্যবস্থা করেছে?  কিম্বা মারধোর করছে? পোস্টার-পতাকা ছিঁড়ে দিয়েছে? নেতারা উস্কানিমূলক কথা বলছেন? এসব ছাড়াও নির্বাচন সংক্রান্ত যে কোনও ধরনের অভিযোগই আপনি গোপনে নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে পারবেন। মাত্র ১০০ মিনিট মানে এক ঘন্টা ৪০ মিনিটের মধ্যে সেই অভিযোগের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। ঘাটালে এই ধরনের বহু ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।  এই সমস্ত অভিযোগে নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সিভিজিল( cVIGIL) নামে একটি অ্যাপ এনেছে। ‘সি’ মানে সিটিজেন বা জনগণ, ভিজিল মানে সজাগ হওয়া।

এর জন্য আপনাকে আপনার অ্যান্ড্রোয়েডের   https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil এই  লিঙ্ক থেকে cVIGIL অ্যাপটি ডাউন লোড করতে হবে।  অ্যাপটি ইন্সটল হয়ে গেলে আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। তারপর আপনি এই ধরনের অভিযোগ সরাসরি জানাতে পারবেন।  প্রয়োজনে আপনি চাইলে আপনার নামও গোপন রাখাও হবে। শুধু তাই নয় ওই ঘটনার কী কী প্রতিকার করা হল তা প্রতিটি মুহূর্তে আপনাকে অ্যাপের মাধ্যমে জানানো হবে।  উদাহরণ-১: আপনি দেখলেন কোনও সরকারি দপ্তরে কোনও একটি দল পোস্টার সাঁটিয়েছে। আপনি ওই অ্যাপ অন করে তার ছবি তুলে পাঠিয়ে দিন। ওটা সঙ্গে সঙ্গে নির্বাচন দপ্তরের পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে নির্বাচন দপ্তর সেই রাজনৈতিক দলকে দিয়ে ওই পোস্টারটি খোলার ব্যবস্থা করাবে। উদাহরণ-২: কোনও রাজনৈতিক দল আপনার পরিচিত কাউকে হুমকি দিয়েছে কিম্বা মারধর করেছে। যাকে মারধর করা হয়েছে তার কাছে অ্যাপটি অন করে ভিডিও বক্তব্য তুলে নিয়ে পাঠিয়ে দিন। এক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে। তবে মনে রাখবেন কারোর পুরানো ছবি বা অন্য কেউ আপনাকে কোনও ছবি/ভিডিও পাঠিয়েছে সেটা পাঠালে হবে না। ঘটনাস্থলে গিয়ে ছবি/ভিডিও তুলে পাঠাতে  হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!