সংকীর্ণ পিচ রাস্তার জেরে দুর্ঘটনার কবলে এক মালবাহী লরি

নিজস্ব সংবাদদাতা: আজ ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা নাগাদ খড়ার সংলগ্ন পাল পুকুরে দুর্ঘটনার কবলে পড়ে এক মালবাহী লরি। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য এই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। তবে চালক বা যাত্রীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার বেশ কিছু সময় পর ক্রেন নিয়ে এসে গাড়িটিকে উদ্ধার করা হয়। লরির চালক প্রবির দে জানিয়েছেন, রাস্তার পিচ অত্যন্ত সরু, এত সরু পিচ রাস্তায় অন্য আরেকটি গাড়িকে পাশ দিতে গিয়েই এই দুর্ঘটনা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!